পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনায় শেখ রাসেল শিশু পার্কের সংস্কার ও শেখ রাসেলের মূরাল স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখা।
বুধবার ৩ আগস্ট) দুপুরে কমিটির সকল সদস্যের সমন্বয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে কমিটির সভাপতি কামরুজ্জামান রকি বলেন, পাবনা শেখ রাসেল শিশু পার্ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে একটি শিশু পার্ক রয়েছে।
এক সময় পার্কটি শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছিল। বর্তমানে এই পার্কটি সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা এই পার্কটিকে সংস্কারের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি ও শেখ রাসেলের মূরাল স্থাপনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হলো। আশা করছি জেলা প্রশাসন এটার সুদৃষ্টি দিবেন।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।