নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
পাবনার চাটমোহরে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে পৌর সদরের দোলং মহল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে মৃত যুবকের নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজাসহ পুলিশের অন্য সদস্যরা।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, দোলং মহল্লার এলাকার একটি পরিত্যক্ত পুকুরে লাশ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। মৃত ওই যুবকের শরীরে কালো চেক শার্ট ও পরনে জিন্স প্যান্ট রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ওসি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর সবকিছু বলা সম্ভব হবে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।