পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও নসিমন গাড়ির সংঘর্ষে তৌসিকুর রহমান সৈকত নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘোইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত শ্রমিক সৌকত রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানীতে কর্মরত ছিলেন এবং ঈশ্বরদীর আলোবাগের গোলাম রসুলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থল রুপপুর প্রকল্পে যাওয়ার পথে বিপরীত দিক থেকে একটি নসিমন গাড়ির সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল হাই মোতালেব জানান, দুর্ঘটনার পর নসিমন গাড়িটি থানায় নেওয়া হয়েছে তবে গাড়িটির চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।