Dhaka , Friday, 11 October 2024
www.dainikchalonbilerkotha.com

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

পাবনার আটঘরিয়া উপজেলায় মাছ ভর্তি নছিমন গাড়ী উল্টে চাপা পড়ে চালক নুরে আলম (৩৫) নিহত হয়েছে। সে কুমোরগাড়ী গ্রামের মৃত: নুর হোসেন মাঝির ছেলে।

দুর্ঘটনার বিষয়টি দৈনিক চলনবিলের কথা কে নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রোববার (২৯ জানুয়ারী) ভোরে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কুমোরগাড়ী বাজার থেকে নুরে আলম মাছ ভর্তি নছিমন গাড়ী নিয়ে খিদিরপুর বাজারের দিকে আসছিল। পথে মধ্যে ঘন কুয়াশা থাকার কারণে রাস্তা দেখতে না পেরে কুমোরগাড়ী মসজিদের পাশে একটি খাদে উল্টে যায়।

এসময় চালক নুরে আলম নছিমন গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায় বলে জানা গেছে।

Popular Post

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

আপডেটের সময় 03:56 pm, Sunday, 29 January 2023

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

পাবনার আটঘরিয়া উপজেলায় মাছ ভর্তি নছিমন গাড়ী উল্টে চাপা পড়ে চালক নুরে আলম (৩৫) নিহত হয়েছে। সে কুমোরগাড়ী গ্রামের মৃত: নুর হোসেন মাঝির ছেলে।

দুর্ঘটনার বিষয়টি দৈনিক চলনবিলের কথা কে নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রোববার (২৯ জানুয়ারী) ভোরে আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কুমোরগাড়ী বাজার থেকে নুরে আলম মাছ ভর্তি নছিমন গাড়ী নিয়ে খিদিরপুর বাজারের দিকে আসছিল। পথে মধ্যে ঘন কুয়াশা থাকার কারণে রাস্তা দেখতে না পেরে কুমোরগাড়ী মসজিদের পাশে একটি খাদে উল্টে যায়।

এসময় চালক নুরে আলম নছিমন গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায় বলে জানা গেছে।