Dhaka , Friday, 6 December 2024
www.dainikchalonbilerkotha.com
শিরোনামঃ
চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবস পালন হ্যাকিং ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত করেছে ইমো ভাঙ্গুড়ায় নদীর স্রোতে ভেসে গিয়ে শিশু নিখোঁজ সৎ, নির্ভীক ও নির্লোভ সাংবাদিক মনিরুজ্জামান ফারুক: সাংবাদিকতার একটি অনন্য প্রতীক চলনবিলে এসে খালি হাতে ফিরলেন ৫ শতাধিক সৌখিন মাছ শিকারী সিংড়ায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযা ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন আলোচনা সভা ও চেক বিতরণ ভাঙ্গুড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান

পাবনায় ৭ বন্ধু ঘুরতে গিয়ে প্রাণ হারালো ৫ বন্ধু!

ঘুরতে গিয়ে ফেরা হলো না ৫ বন্ধুর! পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ কিশোর নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ কিশোর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা পরস্পর বন্ধু, প্রাইভেটকার নিয়ে ঘুরতে গিয়েছিলেন।

গতবৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা।

নিহতরা হলেন- ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর-আজমপুর এলাকার মৃত মাসুমের ছেলে প্রাইভেটকারের চালক মো. সিফাত (২০), মৃত আনোয়ার কবিরের ছেলে মো. বিজয় (২০), ইলিয়াস হোসেনের ছেলে শিশির ইসলাম (১৫), কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ হোসেন (১৪) ও ভারইমারীর মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. সাওন(১৮)। এঘটনায় আহত একই এলাকার জাপান খন্দকারের ছেলে মো. সাইদ (১৮), সুমন খন্দকারের ছেলে নাইকে (১৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন‌। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

Popular Post

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা

পাবনায় ৭ বন্ধু ঘুরতে গিয়ে প্রাণ হারালো ৫ বন্ধু!

আপডেটের সময় 06:26 pm, Saturday, 6 July 2024

ঘুরতে গিয়ে ফেরা হলো না ৫ বন্ধুর! পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৫ কিশোর নিহত হয়েছেন। এঘটনায় আরও ২ কিশোর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা পরস্পর বন্ধু, প্রাইভেটকার নিয়ে ঘুরতে গিয়েছিলেন।

গতবৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ ঘটনা।

নিহতরা হলেন- ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর-আজমপুর এলাকার মৃত মাসুমের ছেলে প্রাইভেটকারের চালক মো. সিফাত (২০), মৃত আনোয়ার কবিরের ছেলে মো. বিজয় (২০), ইলিয়াস হোসেনের ছেলে শিশির ইসলাম (১৫), কুদ্দুস প্রামাণিকের ছেলে জিহাদ হোসেন (১৪) ও ভারইমারীর মো. ওয়াজ উদ্দিনের ছেলে মো. সাওন(১৮)। এঘটনায় আহত একই এলাকার জাপান খন্দকারের ছেলে মো. সাইদ (১৮), সুমন খন্দকারের ছেলে নাইকে (১৪) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন‌। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।