পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার এক বিল থেকে লিমন হোসেন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে চাটমোহর থানা পুলিশ। শুক্রবার (৬ মে) বিকেলে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের শাংকিভাঙ্গা বিলের চিকনাই নদীতে এ ঘটনা ঘটে। নিহত লিমন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের দুলাল হোসেনের ছেলে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, যুবক লিমন বিয়ের পর থেকে তার শ্বশুরবাড়ী ডিবি গ্রাম ইউনিয়নের কাটাখালীতে থাকতেন। সেখানে থাকা অবস্থায় তার স্ত্রী এবং শ্বশুরবাড়ীর লোকদের সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এসকল কারণে গত কয়েকদিন ধরে তিনি তার শ্বশুরবাড়ীতে যাননি। শুক্রবার বিকেলে এলাকাবাসী বিলে যাতায়াত করার মুহূর্তে বিলের পারে তার লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনার বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। কেন কী কারণে তার মৃত্যু হলো পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।