ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খরিপ-২ মৌসুমে উফশি জাতের রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সোমবার (৪ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত সার-বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম জুয়েল ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ৫ শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫ কেজি করে রোপা আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।