- পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হোটেল ম্যানেজারসহ আটজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি ডিবি পুলিশ।পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ জুলাই) দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকার বলাকা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
এ সময় অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পাবনা সদর থানায় নেয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে কারাগারে পাঠানো হবে। অভিযানের সময় হোটেলের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
আনোয়ার হোসেন আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।