প্রাথমিকে ৩৭ হাজার মেধাবী প্রার্থীকে প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক,দাবী প্যানেল প্রত্যাশীর।
সাবিনা খাতুন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে এবং বেকারত্ব দূর করতে আজ ১১ অক্টোবর, রোজ রবিবার জাতীয় প্রেসক্লাব, শাহবাগসহ সারাদেশের ৬১ জেলার প্যানেল প্রত্যাশীগণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
তারা প্রায় দীর্ঘ ৯ মাস ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে প্যানেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
তারা প্যানেলের দাবি করে বলেন আমাদের দাবি অবশ্যই যৌক্তিক দাবি।
আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরব না।
করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ের সৃষ্ট শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে এবং ক্রমবর্ধমান বেকারত্বের ভয়াবহ পরিণতি থেকে মুক্তি পেতে তারা প্যানেলের জোড়ালো দাবি জানাচ্ছে।
এই প্যানেল প্রত্যাশীগণ অত্যন্ত মানবতার জীবন যাপন করছেন। তাই মানবতার মা, গণতন্ত্রের মানসকণ্যার কাছে তাদের একটাই দাবি, প্যানেলের মাধ্যমে নিয়োগ চায়। তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি চায়।