ঢাকাSaturday , 28 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ফরিদপুরে প্রত‍্যয় সাহিত্য পরিষদের ৬২ তম স্বরচিত কবিতা পাঠের আসর এবং ছড়াগ্রন্থ ‘ভোরের পাখি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

Link Copied!

২৮ জানুয়ারি ২০২৩, শনিবার বেলা ১১টায় পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যয় সাহিত্য পরিষদ আয়োজিত ৬২তম মাসিক স্বরচিত কবিতা পাঠের আসর এবং ছড়াকার ফকির খালেক রচিত ‘ভোরের পাখি’ ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা ওয়াজিউদ্দিন খান পৌর
মুক্তমঞ্চের হলরুমে অনুষ্ঠিত হয়।
কবি ও কলামিষ্ট খ. ম. আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও কবি আতিকুর আপেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি নিফুল খান, নুর আলী, খান-এ-সবুর, আব্দুল আলিম, খ. ম. আশরাফুজ্জামান , আব্দুল কাদের, ফকির খালেক, আফফান আলী, আছমা খাতুন, আতিকুর আপেল এবং পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা আলী আছগার প্রমুখ। দ্বিতীয় পর্বে সংগঠক ও ছড়াকার ফকির খালেক’ রচিত পাথার প্রকাশন কর্তৃক প্রকাশিত ছড়াগ্রন্থ ‘ভোরের পাখি’র মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি সম্পর্কে এক বিবৃতিতে প্রকাশক, কবি ও শিশুসাহিত্যিক নুরুল ইসলাম বাবুল বলেন, ‘এই ছড়াগ্রন্থটি শিশুদের জন্য চমৎকার একটি উপহার।’
উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার প্রত্যয় সাহিত্য পরিষদের আয়োজনে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
_____________________________________________

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।