Dhaka , Monday, 9 September 2024
www.dainikchalonbilerkotha.com

বন্যার্তদের মাঝে রূপসী বাংলা সংগঠনের ত্রাণ বিতরণ

ঢাকাস্থ মিরপুর  থেকে প্রতিষ্ঠিত সংগঠন “রুপসী বাংলা ক্লাব”। নোয়াখালী, লক্ষ্মীপুর, সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম এবং ফেনীতে বন্যার্তদের মাঝে প্রায় ১০০০ টি পরিবারকে ত্রাণ  বিতরণ করেছেন এই সংগঠনটি।

গত শনিবার ( ২৭-৩১ আগস্ট) পর্যন্ত  রুপসী বাংলা ক্লাবের সদস্যদের পক্ষ থেকে টাকা উত্তোলন এবং নিজেদের  ফান্ড থেকে  এই সংগঠনটির সদস্যদের  তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বন্যাদুর্গত নোয়াখালী, এবং ফেনী এলাকার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ ও বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল- চাল, ডাল, চিড়া, মুড়ি, তেল, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দিয়াশলাই, ওরস্যালাইন, বিস্কিট ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

ত্রাণ বিতরণের সময় রুপসী বাংলা সংগঠনের সভাপতি সাব্বির শেহজাদ রাব্বি এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান জয়  উপস্থিত থেকে সংগঠনটির উদেষ্টা মোঃ তোফায়েল রহমান বাবলু  বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে রুপসী বাংলা সংগঠন বরাবরের মতো এবারো বন্যার্তদের ত্রাণ ও সহায়তা প্রদানকারী বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করেছি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য “রুপসী বাংলা সংগঠন”এগিয়ে  এসেছে। বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণসহায়তা প্রদানের জন্য “রুপসী বাংলা সংগঠনের” সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত অত্র সংগঠনের ক্রিয়া সম্পাদক জীবন,প্রচার সম্পাদক সাঈদ,প্রতিষ্ঠাতা সদস্য জুয়েল, রাসেল,সোহান, আবিদ, আনন্দ,জুবায়ের, আকাশ, রুবেল,সজীব,শাওন, রনিসহ অংগসংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ

বন্যার্তদের মাঝে রূপসী বাংলা সংগঠনের ত্রাণ বিতরণ

আপডেটের সময় 10:00 am, Monday, 2 September 2024

ঢাকাস্থ মিরপুর  থেকে প্রতিষ্ঠিত সংগঠন “রুপসী বাংলা ক্লাব”। নোয়াখালী, লক্ষ্মীপুর, সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম এবং ফেনীতে বন্যার্তদের মাঝে প্রায় ১০০০ টি পরিবারকে ত্রাণ  বিতরণ করেছেন এই সংগঠনটি।

গত শনিবার ( ২৭-৩১ আগস্ট) পর্যন্ত  রুপসী বাংলা ক্লাবের সদস্যদের পক্ষ থেকে টাকা উত্তোলন এবং নিজেদের  ফান্ড থেকে  এই সংগঠনটির সদস্যদের  তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বন্যাদুর্গত নোয়াখালী, এবং ফেনী এলাকার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সরবরাহ ও বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল- চাল, ডাল, চিড়া, মুড়ি, তেল, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দিয়াশলাই, ওরস্যালাইন, বিস্কিট ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট।

ত্রাণ বিতরণের সময় রুপসী বাংলা সংগঠনের সভাপতি সাব্বির শেহজাদ রাব্বি এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান জয়  উপস্থিত থেকে সংগঠনটির উদেষ্টা মোঃ তোফায়েল রহমান বাবলু  বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে রুপসী বাংলা সংগঠন বরাবরের মতো এবারো বন্যার্তদের ত্রাণ ও সহায়তা প্রদানকারী বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করেছি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার জন্য “রুপসী বাংলা সংগঠন”এগিয়ে  এসেছে। বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণসহায়তা প্রদানের জন্য “রুপসী বাংলা সংগঠনের” সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত অত্র সংগঠনের ক্রিয়া সম্পাদক জীবন,প্রচার সম্পাদক সাঈদ,প্রতিষ্ঠাতা সদস্য জুয়েল, রাসেল,সোহান, আবিদ, আনন্দ,জুবায়ের, আকাশ, রুবেল,সজীব,শাওন, রনিসহ অংগসংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ