বাক্য রচনা
বিষ্ণু ঠাকুর
আর ফাঁকা নয় –
পৃথিবীর প্রতিটি কোনে নতুন করে সেন্টেন্স তৈরি করতে হবে।
কর্তাকে ডাকো –
ক্রিয়া পদকে সঙ্গী করে এগিয়ে আসুন তিনি,
কর্ম সম্পাদন করতে হবে।
সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিক
সহযোদ্ধারা ।
গাড়ীকে খবর দাও
মুক্ত বাতাস নিয়ে অপেক্ষায় আছে সে
ওই পাঁচ মাথার মোড়ে ।
বললেই ,এগিয়ে আসবে
হাত ধরে নিয়ে যাবে সুন্দর ঠিকানায়।
কিছু অতিরিক্ত বসন চাই
নিত্যনৈমিত্তিক অষুধ বিষুধ
যা লাগে, ব্যাগে থাকুক
থরে থরে ।
গাড়ীতে আরোহণ কালে
কানে কানে তারে বলে দাও
নতুন কলাবতী গাছটায়
জল দেবো ঠিক ,
বাকি কাজটুকু বাড়ি ফিরে
তোমাকেই করতে হবে।
গাছটা পুঁতেছো, বাঁচাবে তুমিই
বৃক্ষ প্রেমিক তুমি ,আমি
ঘোর সঙসারী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।