স্পোর্টস ডেস্ক দৈনিক চলনবিলের কথা
সাবেক বার্সালোনা তারকা লুইস সুয়ারেজ আবারও বার্সাতে ফিরতে চায় এমনটাই জানিয়েছে স্পেনের টিভি প্রোগ্রাম এল চিরিংগুইতো। আগামী সামারে ফ্রিতে তিনি আসতে চান বার্সাতে। দুই মৌসুম পূর্বে বার্সালোনা তাকে নাম মাত্র মূল্যে ছেড়ে দেয় অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। অ্যাতলেটিকোর সঙ্গে তার চুক্তি হয়েছিল দুই মৌসুমের জন্য। সেই সময়টা শেষ হবে আসছে সামারেই। এরপর তিনি হয়ে যাবে ফ্রি। আগামী মৌসুমে বার্সালোনা তাদের আক্রমন ভাগ আরও ধারালো করতে চায়। সেজন্য তাদের প্রধান টার্গেট রবার্ট লেভানদস্কি। এছাড়াও অন্যান্য অপশনও রয়েছে যদি লেভানদস্কিকে কিনতে না পারে। সুয়ারেজ এখনও আরও অন্তত একটি বছর শীর্ষ পর্যায়ে ফুটবল খেলতে চায় এবং সেজন্য প্রতিদ্বন্দ্বীতা করতে চায় নিজের পজিশনের জন্য যাতে বিশ্বকাপে ভালো ফর্মে থেকে যেতে পারে।
বার্সালোনা সুয়ারেজের আগ্রহের বিষয়ে সজাগ রয়েছে। তবে এই মুহূর্তে তারা সুয়ারেজকে অপেক্ষা করতে বলেছে। যদি পছন্দের প্লেয়ারগুলোকে না পায় তাহলে হয়তো সুয়ারেজকে কিনলেও কিনতে পারে এমনটাই জানিয়েছেন স্প্যানিশ গণমাধ্যম।