বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি-
"সময়ের অঙ্গীকার, কন্যার শিশুর অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বিরামপুরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদের মুল গেটে এসে শেষ হলে পরে উপজেলা কনফারেন্স সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন, তথ্য আপা রাবেয়া বেগম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সৌমিতা আক্তার লাবন্য প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুধীজন, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহিদুল ইসলাম সাগর