ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ইব্রাহিম খলিল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।গত শুক্রবার দুপুর পৌনে ৩ টায় শরৎনগর বাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। আলহাজ্ব ইব্রাহিম খলিল পাবনা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলামের পিতা।
এদিন মাগরিবের নামাজের পর পৌরসভার বড়ালব্রীজ খেলার মাঠে মরহুমের প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।পরে রাত পৌনে ৯ টার দিকে তাঁর নিজ গ্রাম উপজেলার ভবানীপুরে দ্বিতীয় জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
ছবি ক্যাপশন: আলহাজ্ব ইব্রাহিম খলিল। ছবি: সংগৃহীত।