ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান খাঁপাড়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক ও বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ বুধবার সকালে বেতুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাযার নামাজ শেষে তার মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোরাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদুর রহমান ও দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।
ছবি: ক্যাপশন: মরহুম বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় । ছবি: সংগৃহীত।