ঢাকাTuesday , 7 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ভাঙ্গুড়ায় ঈগল পাখি উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

Ckotha247
February 7, 2023 11:34 pm
Link Copied!

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

পাবনার ভাঙ্গুড়ায় ঈগল পাখি উদ্ধার করা হয়েছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাঙ্গুড়া রেল স্টেশনের পূর্ব উত্তর পাশে করই গাছের তলে পড়ে থাকতে দেখে ঈগল পাখির বাচ্চা দুইটি উদ্ধার করেন ফরহাদ নামের এক ব্যক্তি। ফরহাদ উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

ফরহাদ বলেন, গত ১৯-২০ দিন আগে বৃহস্পতিবার বিকেলে ঘুরতে বের হই। তখন ঈগল পাখির বাচ্চা দুইটি ভাঙ্গুড়া রেল স্টেশনের পূর্ব উত্তর পাশে করই গাছের তলে পড়ে থাকতে দেখি। আমি ঔখান থেকে পাখির বাচ্চা দুইটি নিয়ে এসে বাড়িতে লালন পালন করতে থাকি। এমতাবস্থায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) আমি বাড়িতে ছিলাম না। আমার বউয়ের কাছ থেকে জাতীয় বন বিভাগের পাবনার চাটমোহর উপজেলার কর্মকর্তা এজাহিদ হোসেন, ভাঙ্গুড়া থানার এস আই মুরাদ হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসে ঈগল পাখির বাচ্চা দুইটি নিয়ে যায়।

এবিষয়ে চাটমোহর বন বিভাগের কর্মকর্তা এজাহিদ হোসেন বলেন, ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউনএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান স্যারের নির্দেশনায় ভাঙ্গুড়া থানার এস আই মুরাদ হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঈগল পাখির বাচ্চা দুইটি উদ্ধার করে। পরে বাচ্চা দুইটি পাবনা বন বিভাগে হস্তান্তর করা হয়।

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এজাহিদ হোসেন আরো জানান, এসব পাখি প্রকৃতির অমূল্য সম্পদ। প্রকৃতিতে বেঁচে থাকার জন্য ঈগল পাখিকে হত্যা বা নির্যাতন না করে এদের প্রতি সবার সহানুভুতি কামনা করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।