পাবনার ভাঙ্গুড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মাঠ এই মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।বেলা ১১ টার দিকে মেলার উদ্বোধন করেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হাসনাইন রাসেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরাফাত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান প্রমুখ।এর আগে উপজেলা পরিষদ চত্বরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী এই মেলায় শস্য চিত্রে মানচিত্র ও শহীদ মিনার, খাল খননে কৃষির উন্নয়ন, সবজি নৌকা, কৃষির পুরোনো যন্ত্রপাতির প্রদর্শনসহ কৃষি ও চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণে ১২টি স্টল রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব দর্শনার্থী ও কৃষকদের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে।