পাবনার ভাঙ্গুড়ায় “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বেলা এগারোটায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার শামীম হাসান’র সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ হাসান বুলবুলের সঞ্চালনায় আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমীয়া আক্তার রোজী।
এসময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারী মাওলানা আলী আজগর, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদ, খান মরিচ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য আব্দুল আজিজ ও শেখ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।