নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
বাংলাদেশের একমাত্র সরকারী জীবন বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন। জীবন বীমা কর্পোরেশন কর্তৃক আয়োজিত পাবনার ভাঙ্গুড়ায় ৯৮৬ তম শাখার জীবন বীমা কর্পোরেশনের মেয়াদোত্তর বীমা দাবীর চেক বাবদ ৯ লক্ষ ১১ হাজার ৪৪৫ টাকা সম্মানী ভাতা গ্রাহককে বুঝিয়ে দেয়া হয়েছে।
সরকারি নির্দেশনা মোতাবেক বীমা প্রচার ও প্রসারের লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মেলন কক্ষে অতিথি বৃন্দদের উপস্থিতিতে অনুষ্ঠানে জীবন বীমা কর্পোরেশন ভাঙ্গুড়া শাখার সম্মানীত তিনজন গ্রাহকের মেয়াদোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু।
অন্যানের মধ্যে আরো উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, মানবিক ভাঙ্গুড়ার সাধারণ সম্পাদক সজল আহমেদ পাভেল, রাশিদুল ইসলাম,
উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং জীবন বীমা কর্পোরেশন ভাঙ্গুড়া শাখার অফিস সহায়ক হাসান মোল্লা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান’র সভাপতিত্বে ও ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু।
জীবন বীমা কর্পোরেশন ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইনচার্জ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, প্রত্যেক মানুষের জীবনে একটা করে জীবন বীমা করা দরকার। এতে করে তিনি নিজে যেমন উপকৃত হবে তেমনি তাহার অবান্তরে তার পরিবারও উপকৃত হবে বলে আসস্থ করে সবাইকে সম্মিলিতভাবে জীবন বীমা করার জন্য অনুরোধ জানান।