ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় তেলবাহী লরির সঙ্গে অটোবোরাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
এ ঘটনায় আরো দুই জনকে আশষ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে টেবুনিয়া-বাঘাবাড়ি রোডের ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলী পাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লরি চালক ও হেলপারকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পার্শবর্তী চাটমোহর উপজেলার বোথর গ্রাম থেকে ৪টি অটো বোরাক নব দম্পতিকে আনার জন্য ফরিদপুর উপজেলার দিকে যাচ্ছিল। অপরদিকে বাঘাবাড়ি থেকে নাটোরের বড়াইগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো তেলবাহি লরি।
যাত্রার এক পর্যায়ে ঘটনাস্থলে পৌঁছালে তেলবাহি লরির চালক সারিবদ্ধভাবে অটোবোরাক গাড়ির মাঝের একটি বোরাক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটোবোরাক গাড়িটি দুমরে মুচরে যায় এবং বোরাক গাড়ির চালক আতাউর ফকির ও যাত্রী শিশু সোহাগসহ বেশ কয়েকজন আহত হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে আতাউর ও সোহাগের অবস্থা অশষ্কাজনক হলে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ হয়।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে চালক ইমরান কাউসার ওরোফে তানভীর ও হেলপার মামুন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন। রাতেই পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তেলের লরি এবং অটোবোরাক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লরির ড্রাইভার এবং হেলপারকেও আটক করা হয়েছে। গাড়িটি ফিটনেস বিহীন ও ড্রাইভার ড্রাইভিং লাইন্সেস এর কোনো কাগজ দেখাতে পারেন নি। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।