Dhaka , Saturday, 7 December 2024
www.dainikchalonbilerkotha.com
শিরোনামঃ
চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবস পালন হ্যাকিং ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত করেছে ইমো ভাঙ্গুড়ায় নদীর স্রোতে ভেসে গিয়ে শিশু নিখোঁজ সৎ, নির্ভীক ও নির্লোভ সাংবাদিক মনিরুজ্জামান ফারুক: সাংবাদিকতার একটি অনন্য প্রতীক চলনবিলে এসে খালি হাতে ফিরলেন ৫ শতাধিক সৌখিন মাছ শিকারী সিংড়ায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযা ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন আলোচনা সভা ও চেক বিতরণ ভাঙ্গুড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান

ভাঙ্গুড়ায় দাম বাড়ায় কমেছে পেঁয়াজ বিক্রি

 

পাবনা (জেলা) প্রতিনিধি

 

ডাবল সেঞ্চুরি পার করে ২২০ পর্যন্ত ঠেকা পেঁয়াজের বিক্রি কমেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খুচরা বাজারে। খোদ খুচরা বিক্রেতারাই বলছেন, আগে যেখানে পাড়া মহল্লার দোকানে দিনে ৩০/৪০ কেজি পেঁয়াজ বিক্রি হতো, সেখানে দাম বেড়ে যাওয়ার পর এখন ১০/১৫ কেজি পেঁয়াজ বিক্রি করাই কঠিন হয়ে গেছে।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা শুক্রবার (৮ ডিসেম্বর) বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হলে সারা দেশের খুচরা বাজারে পেঁয়াজের দাম হুহু করে বাড়তে থাকে।

রোববার (১০ ডিসেম্বর) পাবনার ভাঙ্গুড়ায় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ গত শুক্রবার পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা। সবমিলিয়ে আগের চেয়ে পেঁয়াজ বিক্রি অনেক কমে গেছে। আগে যে ক্রেতা ২ কেজি পেঁয়াজ নিতো সে ক্রেতাই এখন আধা কেজি, এক কেজি করে পেঁয়াজ নিচ্ছে।

উপজেলার উত্তর মেন্দা এলাকার বাসিন্দা অটো ভ্যানচালক আফতাব আহমেদ ভাঙ্গুড়া বাজারে বাজার করতে এসে পেঁয়াজ কিনেছেন আধা কেজি। দরকার হয় পেঁয়াজ কম কিনবো, কম খাবো তবুও এত দামে পেঁয়াজ কিনবো না বলে জানান তিনি।

উপজেলার ভাঙ্গুড়া বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজের দাম বাড়ার কারণে আগের চেয়ে ব্যবসা কমে গেছে। আগে যেখানে স্থানীয় ব্যবসায়ীরা ৮ থেকে ১০ মন পেঁয়াজ কিনে নিয়ে যেত এখন তারা ২/৩ মন করে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত দাম বৃদ্ধির কারণেই মূলত এটা হয়েছে।

Popular Post

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা

ভাঙ্গুড়ায় দাম বাড়ায় কমেছে পেঁয়াজ বিক্রি

আপডেটের সময় 08:34 pm, Sunday, 10 December 2023

 

পাবনা (জেলা) প্রতিনিধি

 

ডাবল সেঞ্চুরি পার করে ২২০ পর্যন্ত ঠেকা পেঁয়াজের বিক্রি কমেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খুচরা বাজারে। খোদ খুচরা বিক্রেতারাই বলছেন, আগে যেখানে পাড়া মহল্লার দোকানে দিনে ৩০/৪০ কেজি পেঁয়াজ বিক্রি হতো, সেখানে দাম বেড়ে যাওয়ার পর এখন ১০/১৫ কেজি পেঁয়াজ বিক্রি করাই কঠিন হয়ে গেছে।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা শুক্রবার (৮ ডিসেম্বর) বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হলে সারা দেশের খুচরা বাজারে পেঁয়াজের দাম হুহু করে বাড়তে থাকে।

রোববার (১০ ডিসেম্বর) পাবনার ভাঙ্গুড়ায় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকায়। অথচ গত শুক্রবার পণ্যটির দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় কেনার আগ্রহ হারিয়েছে ক্রেতারা। সবমিলিয়ে আগের চেয়ে পেঁয়াজ বিক্রি অনেক কমে গেছে। আগে যে ক্রেতা ২ কেজি পেঁয়াজ নিতো সে ক্রেতাই এখন আধা কেজি, এক কেজি করে পেঁয়াজ নিচ্ছে।

উপজেলার উত্তর মেন্দা এলাকার বাসিন্দা অটো ভ্যানচালক আফতাব আহমেদ ভাঙ্গুড়া বাজারে বাজার করতে এসে পেঁয়াজ কিনেছেন আধা কেজি। দরকার হয় পেঁয়াজ কম কিনবো, কম খাবো তবুও এত দামে পেঁয়াজ কিনবো না বলে জানান তিনি।

উপজেলার ভাঙ্গুড়া বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, পেঁয়াজের দাম বাড়ার কারণে আগের চেয়ে ব্যবসা কমে গেছে। আগে যেখানে স্থানীয় ব্যবসায়ীরা ৮ থেকে ১০ মন পেঁয়াজ কিনে নিয়ে যেত এখন তারা ২/৩ মন করে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত দাম বৃদ্ধির কারণেই মূলত এটা হয়েছে।