আজ রোববার (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।
যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম, যিনি পরবর্তীতে সংগঠনটির সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দেন। বর্তমানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি গ্রহণ করেছে যুবদল। রোববার বিকেল ৪টায় খাঁনমরিচ ইউনিয়ন তথা ময়দানদিঘী বাজারে ফি মেডিকেল ক্যাম্প করেন ও রুগি দেখেন গ্রাম্য ডাক্তার মোঃ কোবাদ আলী,ডাক্তার মোঃ মোননাফ আলী ও ডাক্তার মোঃ সবুজ রানা ,,ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এ সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানমরিচ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন ও সদস্য সচিব হাশেম মোল্লা, আরো উপস্থিত ছিলেন খানমরিচ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, যুবদলের সাবেক সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন মিলন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কাশেম ও আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মানিক খান ও যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর , ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ কুরবান আলী ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন ও বিএনপি নেতা আবু তাহেরসহ প্রমুখ।