ঢাকাSunday , 1 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ভাঙ্গুড়ায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
January 1, 2023 10:24 pm
Link Copied!

নিউজ ডেস্ক


পাবনা : ভাঙ্গুড়ায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে অফিসার্স ক্লাব চত্বরে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এতে মোট ১৩টি দল অংশগ্রহণ করে।টুর্নামেন্টে উপজেলা সমাজসেবা কর্মকর্তার দল চ্যাম্পিয়ন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দল রানার্সআপ হয়।

পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ,পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,মহিলা ভাইস চেয়াম্যান আজিদা পারভীন পাখি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রাশিদুল ইসলাম প্রমুখ।

খেলা পরিচালনা করেন শরৎনগর সিনিয়র ফাজিল(ডিগ্রী) মাদরাসার ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদ।ধারাভাষ্যকার ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।