ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে শরৎনগর বাজারে অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান। আলোচনা সভার পূর্বে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ফিরোজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আনিসুর রহমান লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শায়েখ মোঃ আবু সায়েম, ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক বায়েজিদ হোসেন, সদস্য সচিব ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর শামসুল হক, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল কাহার বাবর, পৌর বিএনপি’র যুগ্ন-আব্বায়ক আব্দুস সালাম নূর, দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই, মুন্ডুতোষ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিন্নাহ আলী, ভাঙ্গুড়া পৌর যুব দলের সাবেক যুগ্ন আহ্বায়ক আনিসুর রহমান রিপন, ভাঙ্গুড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন হোসেন, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রানা আহমেদ দুলু প্রমূখ।