ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় সওদাগর পাড়া সমাজকল্যাণ সংস্থার আয়োজনে মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে টিম আর স্কয়ার চাটমোহর পাবনা। জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড় আব্দুস সোয়াদ খেলেন চাটমোহরের হয়ে।
টিম আর স্কয়ার চাটমোহরের সোয়াদ-রিয়াদ জুটি ২-০ সেটে সিরাজগঞ্জের সাদ্দাম স্পোর্টসের লাল চাঁদ-তুহিন জুটিকে পরাজিত করে। খেলা শেষে জমকালো আতশবাজির পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল।
টুর্নামেন্টের পুরস্কার হিসেবে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও ৩০ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। রানার্সআপ দলকে দেওয়া হয় রানার আপ ট্রফি ও ১০ হাজার টাকার প্রাইজমানি।
উপজেলা আ. লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন খান প্রমুখ। খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন বয়সী হাজারো দর্শকের সমাগম ঘটে।
খেলায় স্পন্সর হিসাবে অংশগ্রহণ করে, এপিক প্রিন্টার্স, কুঞ্জ পবন ফাস্টফুড এন্ড ক্যাফেটেরিয়া, ভাই ভাই খেলাঘর, জনপ্রিয় সুজ, রাসেল স্টোর ও ফাতেমা স্টোর।