‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’- এই প্রতিপাদ্য নিয়ে পাবনার ভাঙ্গুড়ায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। আজ শনিবার (৮ জুন) বেলা ১১ টায় বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। উপজেলা ভূমি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মাহবুবুল আলম বাবলু, অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল, দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান,খানমরিচ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আহসান হাবিব। আলোচনাসভা শেষে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ চলবে।