ঢাকাTuesday , 31 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ভাঙ্গুড়ায় মেয়র ব্যাডমিন্টন টূর্নামেন্টের উদ্বোধন

Ckotha247
January 31, 2023 2:15 pm
Link Copied!

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

 

দেশের সুনামধন্য খেলোয়ারদের অংশগ্রহণে পাবনার ভাঙ্গুড়ায় শুরু হলো নকআউট ভিত্তিক মেয়র ব্যাডমিন্টন টূর্নামেন্ট-২০২৩। র‌্যাংকিং ও নন র‌্যাংকিং এই দুই বিভাগে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এ টূর্নামেন্টে।

ভাঙ্গুড়া উপজেলার কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থার আয়োজনে সোমবার (৩০ জানুয়ারী) রাতে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে টূর্ণামেন্টির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।

কলেজ পাড়া কর্মসংস্থান উন্নয়ন সংস্থার সভাপতি রাজ রায়হানের সভাপতিত্বে ও ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় খেলা উদ্বোধনের পূর্বে স্বাগত বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম।

গতকাল সোমবার রাতে নন র‌্যাংকিং ৮টি দল খেলায় অংশ নেয়। রাকিব ব্যাডমিন্টন একাডেমী পাবনা, লালচান ব্যাডমিন্টন একাডেমী, প্রখর কোম্পানী ব্যাডমিন্টন পাবনা ও সাদ্দাম ব্যাডমিন্টন উল্লাপাড়া সিরাজগঞ্জ বিজয়ী হয়।

এ টুর্নামেন্টের র‌্যাংকিং দলগুলোর খেলা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৩১ জানুয়ারী)। উদ্বোধনী ম্যাচে ম্যাচ পরিচালক হিসেবে ছিলেন রাসেল রানা ও দক্ষতার সহিত স্কোর বোর্ডের দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম সওদাগর।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, মহিলা সদস্য আফিয়া সুলতানা আখি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এম. এ মাসুদ, হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ওমর ফারুক রানা, খানমরিচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, দিলপাশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, পাবনার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার হোসেন সরোয়ার, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরানসহ স্থানীয় গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।