পাবনা (জেলা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় লোকালয়ে ঘুরছে একটি মুখপোড়া হনুমান। বুধবার সকাল থেকে বড় আকারের হনুমানটি লোকালয়ে দেখা যাচ্ছে। কখনো গাছে, আবার কখনো বাড়ির ছাদে, দেয়ালে ঘোরাফেরা করছে হনুমানটি। এটি দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে ভাঙ্গুড়া বাজারে একটি দোকানের সামনে স্থানীয়রা দেখতে পান হনুমানটি। এ সময় অনেকেই হনুমানটিকে কলা, পাউরুটি, বিস্কুট খেতে দেন।
মুখপোড়া হনুমানটি উপজেলার ভাঙ্গুড়া বাজার, শরৎনগর বাজার, কলেজ পাড়া, চৌবাড়ীয়া মাষ্টার পাড়া, মন্ডলমোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরছে। হনুমানটি ভাঙ্গুড়া বাজার এলাকায় দীর্ঘ সময় অবস্থান করছিল বল জানা যায়।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ঠিকমতো খাবার না পেলে কয়েক দিন পরে এমনিতেই চলে যাবে। কারণ, তারা দলবদ্ধ হয়ে বাস করতে পছন্দ করে। হয়তো কোনো কলার গাড়ির পেছনে ছুটে লোকালয়ে চলে এসেছে। কেউ যেন হনুমানটিকে বিরক্ত না করে। সেই সঙ্গে এর থেকে দূরত্ব বাজায় রাখতে পরামর্শ দেন তিনি।