ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ার পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকালে শিক্ষার মানোন্নয়নে এ মা সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি শফি কামাল রাফেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ,বোয়ালমারী
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান,চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন ও স্থানীয় সাংবাদিক শেখ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াহেদ।