Dhaka , Friday, 11 October 2024
www.dainikchalonbilerkotha.com

ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে  ধর্ষণ,আ. লীগ নেত্রীর ছেলে আটক

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


পাবনার ভাঙ্গুড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে ওয়ালিদ হোসেন ঐতিহ্য(১৭) নামের এক কিশোরকে আটক করেছে থানা-পুলিশ। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক  ও সাবেক জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভীন লিপির ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আওয়ামী লীগ নেত্রী লিপির বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী।পথে উপজেলার পাথরঘাটা বিশিপাড়া মোড় থেকে মেয়েটিকে জোর করে বাড়িতে তুলে নিয়ে যায় ওই কিশোর।সেখানে মেয়েটিকে ঘরের ভেতর আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে থানা-পুলিশকে খবর দেওয়া  হলে,পুলিশ মেয়েটিকে অজ্ঞান অবস্থায় আওয়ামী লীগ নেত্রীর বাড়ি থেকে  উদ্ধার করে এবং অভিযুক্ত কিশোরকে আটক করে।
ওসি জানান,এঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।আটক  কিশোরকে আগামীকাল শুক্রবার সকালে পাবনা আদালতে সোপর্দ করা হবে।
Popular Post

ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে  ধর্ষণ,আ. লীগ নেত্রীর ছেলে আটক

আপডেটের সময় 08:44 pm, Thursday, 28 September 2023

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


পাবনার ভাঙ্গুড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে ওয়ালিদ হোসেন ঐতিহ্য(১৭) নামের এক কিশোরকে আটক করেছে থানা-পুলিশ। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক  ও সাবেক জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভীন লিপির ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আওয়ামী লীগ নেত্রী লিপির বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রী।পথে উপজেলার পাথরঘাটা বিশিপাড়া মোড় থেকে মেয়েটিকে জোর করে বাড়িতে তুলে নিয়ে যায় ওই কিশোর।সেখানে মেয়েটিকে ঘরের ভেতর আটকে রেখে ধর্ষণ করা হয়। পরে থানা-পুলিশকে খবর দেওয়া  হলে,পুলিশ মেয়েটিকে অজ্ঞান অবস্থায় আওয়ামী লীগ নেত্রীর বাড়ি থেকে  উদ্ধার করে এবং অভিযুক্ত কিশোরকে আটক করে।
ওসি জানান,এঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।আটক  কিশোরকে আগামীকাল শুক্রবার সকালে পাবনা আদালতে সোপর্দ করা হবে।