ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্মার্ট প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।বীরমুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব মো: মকবুল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: বাকি বিল্লাহ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম,ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনাসভা শেষে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়।