ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির গ্রামভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলার বোয়াইলমারী লতিফা-আয়শা ওহাবিয়া দাখিল মাদ্রাসা কক্ষে ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩২ জন পুরুষ ও ৩২ জন নারী অংশ গ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র, ভাতা ও পুরস্কার প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ।এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল,উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলাম, মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল বাছেত, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন,
ইউনিয়ন দলনেত্রী রত্না খাতুন ও ইউনিয়ন আনসার সহকারী প্লাটুন কমান্ডার জয়নাল আবেদীন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশিক্ষণার্থীদের দক্ষ মানবসম্পদ ও প্রশিক্ষিত জনবল হিসেবে গড়ে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।