ঢাকাTuesday , 3 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ এক মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
October 3, 2023 6:43 pm
Link Copied!

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি:


পাবনার ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন মারুফ আল  ইমরান (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থী। তাকে কোথাও খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার পরিবারের লোকজন। নিখোঁজ মারুফ উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।সে স্থানীয় হযরত আলী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
নিখোঁজের পরিবার সূত্রে জানা জানায়, গত ২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় মারুফ।পরদিন সোমবার তাঁরা জানতে পারেন মারুফ মাদরাসায় যায়নি।এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।পরিবারের লোকজন ধারণা করেছিল,মারুফ হয়তো কোনো বন্ধু বা আত্মীয়-স্বজনের বাড়িতে গেছেন। কিন্তু ১০ দিনেও মারুফের কোনো খোঁজ মেলেনি।এদিকে নিখোঁজ মারুফকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত রোববার ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মারুফের চাচা আব্দুল আলিম বলেন,’ মাদরাসায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে মারুফ নিখোঁজ হয়েছে।এতোদিন হয়ে গেল,ওর কোনো খোঁজ পাচ্ছিনা।বাড়িতে কোনো ঝগড়াঝাটিও হয়নি যে অভিমান করে থাকবে।এ নিয়ে আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি।’
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাশিদুল ইসলাম জানান,
,‘নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী মারুফকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’
ছবি ক্যাপশন: মারুফ আল ইমরান। ছবি: সংগৃহীত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।