ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনা র ভাঙ্গুড়া থানা-পুলিশের হাতে আটক তিন গাঁজা ব্যবসায়ীকে পাবনা আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।আটক তিন ব্যক্তি হলেন,জাকির হোসেন (২৫),মিন্টু হোসেন(২০) এবং সেলিম হোসেন(২২)। তাঁরা উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামের বাসিন্দা। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে তাঁদেরকে আটক করা হয়।পুলিশ জানায়,এসময় তাঁদের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা,দুটি মোবাইল ফোন ও নগদ ৬৮০ টাকা উদ্ধার করে তা জব্দ করা হয়।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাশিদুল ইসলাম বলেন,আটককৃতরা পেশাদার গাঁজা ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে তাঁদেরকে পাবনা আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।