ঢাকাThursday , 7 September 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ভাঙ্গুড়ায় ৫ দিনব্যাপী স্কাউটসের বেসিক কোর্সের উদ্বোধন

Link Copied!

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:


পাবনার ভাঙ্গুড়ায় পাঁচ দিনব্যাপী স্কাউটসের বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় পৌরশহরের মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন।

স্কাউটসের রাজশাহী আঞ্চলিক উপকমিশনার (প্রোগাম) নওশাদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, জেলা স্কাউটসের সম্পাদক মুন্জুরুল ইসলাম,উপজেলা স্কাউটসের সম্পাদক মোফাজ্জল হোসেন,কমিশনার হেদায়েতুল হক,কোষাধ্যক্ষ আব্দুল হাকিম,এম হোসেন আলী মুক্ত কাউন্টসের সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কোর্সে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রশিক্ষণার্থী ও বিভিন্ন জেলা থেকে আগত ১০ জন ট্রেইনার অংশ নিচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।