ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আজ রোববার বেলা ১১ টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত হয়।এতে সভাপতিত্ব করেন,বিদায়ী কমিটির সভাপতি আব্দুল খালেক।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি বিকাশ কুমার চন্দ্র চন্দকে আহ্বায়ক ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি ময়নুল হককে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আব্দুল খালেককে যুগ্ম-আহ্বায়ক,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আকছেদ আলী এবং দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজকে সদস্য করা হয়।