ভাঙ্গুড়ার দু’টি ইউনিয়নে নির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি,২০ অক্টোবর ভোট –
ভাঙ্গুড়া(পাবনা) :
পাবনার জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ও মন্ডুতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আজ মঙ্গলবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার রোকসানা নাসরিন গত ১৫. ৯.২০২০ বিকেলে এই বিজ্ঞপ্তি জারি করেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ১৬/০৯/২০২০ বুধবার থেকেই প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর,বাছাই ২৬ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ অক্টোবর।
আগামী ২০ অক্টোবর ওই দু’টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।