ভাঙ্গুড়া ( পাবনা ) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। জাইকা প্রকল্পের আওতায় আজ ( ৫ সেপ্টেম্বর ) রোববার দুপুরে হাজী গয়েজ উদ্দীন মহিলা ফাজিল মাদ্রাসা চত্বরে একাজের উদ্বোধন করা হয়। পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- হাজী গয়েজ উদ্দীন মহিলা ফাজিল মাদ্রাসা, জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়, মমতা-মোস্তফা আইডিয়াল স্কুল, ভেড়ামারা উদয়ন একাডেমী, খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজসেন ম্যানেজমেন্ট কলেজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী গয়েজ উদ্দীন মহিলা মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি,উপজেলা প্রকৌশলী আফরোজা ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান, সাবেক ছাত্রনেতা সরদার আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেকসহ প্রমুখ।