ভাঙ্গুড়ায় কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা
ভাঙ্গুড়া, পাবনা থেকে (মোঃ নূরুজ্জামান সবুজ)
কোভিড-১৯ পরবর্তী প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা ১১সেপ্টেম্বর ১১ ঘটিকায় এম হোসেন আলী অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্বনাব সৈয়দ মোঃ আশরাফুজ্জামান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল সাহেবের উপস্থিত থাকার কথা থাকলেও সংসদ চলমান থাকায় উপস্থিত থাকতে পারেন নি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজলা চেয়ারম্যান জ্বনাব মোঃবাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র জ্বনাব মোঃগোলাম হাসনাইন রাসেল উপজেলা ভাইস চেয়ারম্যান জ্বনাব মোঃ গোলাম হাফিজ রনজু মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পার ভীন পাখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্বনাব মোঃ আবুল কালাম আজাদ উপজেলা শিক্ষা অফিসার ভাঙ্গুড়া,পাবনা ও মোঃ সেলিম রেজা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ভাঙ্গুড়া, পাবনা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।