ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় দিলপাশার ও বড়াল ব্রীজ রেলওয়ে স্টেশনের মাঝে ট্রেনে কাটা পড়ে লবান প্রাং (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গুড়া উপজেলার বাওনজান কৈডাঙ্গা গ্রামের মৃত: মমতাজ প্রামানিকের ছেলে। মঙ্গলবার (১৭ মে) সকালে দুই স্টেশনের মাঝে বাওনজান এলাকায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের চাপায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লবান প্রাং রেল লাইনে সকালে ছাগল খাওয়াতে নিয়ে আসেন। ছাগল খাওয়াতে খাওয়াতে রেল লাইনের উপরে ঘুমিয়ে পড়েন। এ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রাজশাহী অভিমুখি ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহ নিয়ে যান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।