মণিরামপুরে গাছের শুকনো ডাল পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
মোঃ কামাল হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোরের মণিরামপুরে গাছের শুকনো ডাল পড়ে নাহিদ হাসান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলার চাকলা কাঁঠালতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নাহিদ ওই গ্রামের নাসির হোসেনের ছেলে। সে স্থানীয় পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, সকালে ছেলেটির স্বজনরা বাড়িতে নিজেদের একটি রেইনট্রি কাটছিলেন। গাছটি ফেলানোর জন্য সেই গাছে বাঁধা দড়ি ধরে টানছিল ছেলেটি। একপর্যায়ে গাছটি অন্য একটি গাছের ওপর পড়ে। তখন সেই গাছের একটি শুকনো ডাল ভেঙে ছেলেটির গায়ে পড়ে। আহত নাহিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ছেলেটির মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।