ক বি তা
মাধবীলতার গল্প
টি.আলম
আমি এক বোনের অসমাপ্ত গল্প শুনে কেঁদেছি
তার চোখের জল আজো আমায় শিহরিত করে!
আমি তার শেষ কথা গুলো শুনিনি
বুঝতে পারছি তার ঘটনার ক্লাইমেক্ম!
তার প্রমত্ত মন যমুনায় কষ্টের বিশাল ঢেউ
আছড়ে আছড়ে পড়ে সহসা,ভাঙে মনের দুকূল
তাকে দেখে কেউ হয়তো বোঝেই না
তার হাসির মাঝে আত্মচিৎকারের শব্দ
তার চোখের দৃষ্টিতে হারিয়ে যায় মুঠো মুঠো আলো
দূর অজানায় সন্ধ্যা নামার আগ্রাসনে
চপলা চালতা পাতায় টলমল শিশিরে স্নিগ্ধ মুখখানা
আজ বাসি ফুলের মত বিষাদে বিবর্ণ
সে আর মেহেদী পাতার লোহিত ভালোবাসায়
কসমস আওয়াজে ফুটিয়া উঠে না
ঘরের দরজায় অপেক্ষারত বসন্তকে বরণ করে না
নীল আকাশের নীলিমায় নীল কষ্ট
তার বুকের ভেতর উষ্ণ চাপা কান্না
প্রতিটি মুহূর্ত ঘনীভুত হয়ে হৃৎস্পন্দন ব্যহত করে
বেচে থাকাই তার সুউচ্চ ভাবনার অবশিষ্টাংশ
তার অস্ফুট স্বপ্ন কুসুস প্রস্ফূটিত হবার আগেই
গুড়িয়ে দিয়েছে ভয়ংকর কালবৈশাখীর ঝড়
ভালবাসার পশ্চিম আকাশে আবেগের বালিশ
মাথায় অস্ত গিয়েছে সুখ সূর্য!
একটি বিষাক্ত দুমুখো সর্প দংশনে তার দুটি বসন্তের
অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে
সমাজে এই ক্ষতিকর প্রাণী মুখোশধারী কেউবা
তাদের চেনা বড় দুষ্কর!
মহান প্রজ্ঞাবানের ইচ্ছায় পুনজন্ম হবে স্বপ্ন বাগানের
স্বপ্নসুখের নবপুষ্পে ভরে যাক তার হৃদয় কুঞ্জ
বীথিকা পথে সৌরভ ছড়াক মৌসুমি ফুল!