বিনোদন ডেস্ক দৈনিক চলনবিলের কথা
ভারতের চলচ্চিত্র জগতের নতুন মাইলফলক তৈরি করেছে ‘কেজিএফ’ এর দুটি পর্বই। কেবল ভারতে নয়, অন্যান্য দেশেও সিনেমা দুটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। এই ‘কেজিএফ’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করা মোহন জুনেজা মারা গেছেন। ৭ মে (শনিবার) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যম ভারতের এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মোহন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।
মোহন জুনেজা কন্নড় সিনেমার জনপ্রিয় একজন অভিনেতা। পার্শ্বচরিত্রে তিনি শতাধিক সিনেমায় কাজ করেছেন। তবে তিনি বেশি পরিচিতি পেয়েছেন ‘কেজিএফ’ সিনেমায় কাজ করে।মোহন জুনেজার মৃত্যুতে ‘কেজিএফ’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তাতে লেখা আছে, “কন্নড় বিখ্যাত কমেডিয়ান মোহন জুনজার আত্মার শান্তি কামনা করি। আমাদের ‘কেজিএফ’ ফিল্ম টিমের সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক আমরা ভুলতে পারি না। অভিনেতা মোহন জুনেজার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। তিনি কন্নড় চলচ্চিত্র এবং আমাদের কেজিএফ পরিবারের অন্যতম পরিচিত মুখ ছিলেন।”
ভারতের এ জনপ্রিয় অভিনেতার মৃত্যুর খবরে অসংখ্য ভক্ত অনুরাগী শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবর শেয়ার করেছেন।