ঘুমাবার আগে পৃথিবীর সব মা
দুঃখ নিয়েই ঘুমাতে যায়;
কেননা মায়েরা
চিরকাল দুখী হয়,
তবুও মায়ের আঁচলের ভাঁজে
জমা থাকে যাবতীয় সুখ।
মায়ের দুঃখ!
ঘুচাবে কে?
চোখের জলের বিনিময়ে হলেও
চায় সে
প্রিয় বৎসের হাসিমাখা মুখ।
ঘুমাবার আগে পৃথিবীর সব মা
দুঃখ নিয়েই ঘুমাতে যায়;
কেননা মায়েরা
চিরকাল দুখী হয়,
তবুও মায়ের আঁচলের ভাঁজে
জমা থাকে যাবতীয় সুখ।
মায়ের দুঃখ!
ঘুচাবে কে?
চোখের জলের বিনিময়ে হলেও
চায় সে
প্রিয় বৎসের হাসিমাখা মুখ।