Dhaka , Wednesday, 11 September 2024
www.dainikchalonbilerkotha.com

মা দিবসের কবিতা মায়ের দুঃখ কবি নুরুল ইসলাম বাবুল

ঘুমাবার আগে পৃথিবীর সব মা
দুঃখ নিয়েই ঘুমাতে যায়;
কেননা মায়েরা
চিরকাল দুখী হয়,
তবুও মায়ের আঁচলের ভাঁজে
জমা থাকে যাবতীয় সুখ।

মায়ের দুঃখ!
ঘুচাবে কে?
চোখের জলের বিনিময়ে হলেও
চায় সে
প্রিয় বৎসের হাসিমাখা মুখ।

মা দিবসের কবিতা মায়ের দুঃখ কবি নুরুল ইসলাম বাবুল

আপডেটের সময় 03:09 pm, Sunday, 12 May 2024

ঘুমাবার আগে পৃথিবীর সব মা
দুঃখ নিয়েই ঘুমাতে যায়;
কেননা মায়েরা
চিরকাল দুখী হয়,
তবুও মায়ের আঁচলের ভাঁজে
জমা থাকে যাবতীয় সুখ।

মায়ের দুঃখ!
ঘুচাবে কে?
চোখের জলের বিনিময়ে হলেও
চায় সে
প্রিয় বৎসের হাসিমাখা মুখ।