Dhaka , Tuesday, 10 September 2024
www.dainikchalonbilerkotha.com

মিছে মায়া মোঃ এমরান আলী রানা

দুনিয়ার মিছে মায়া ছেরে
যেতে হবে চলিয়া
কখন যে সময় হবে
 সবার তা তো জানা নাই ।
তবুও চেয়ে আছি
নীল আকাশ প্রানে
প্রকৃতির অপরুপ
লিলা ভূমিতে
মনের ভাবনায় থাকে
বিশাল আয়োজন।
মিথ্যা মায়ার জালে
ভুলে আছি মোরা
যেতে হবে আপন ঠিকানায়
সকল মায়া ত্যাগ করে।
সেখানে খোজ রাখার
 নেইতো কোন মাধ্যম
তুবু কেন এত মিছে মায়া।

মিছে মায়া মোঃ এমরান আলী রানা

আপডেটের সময় 09:22 pm, Thursday, 21 September 2023
দুনিয়ার মিছে মায়া ছেরে
যেতে হবে চলিয়া
কখন যে সময় হবে
 সবার তা তো জানা নাই ।
তবুও চেয়ে আছি
নীল আকাশ প্রানে
প্রকৃতির অপরুপ
লিলা ভূমিতে
মনের ভাবনায় থাকে
বিশাল আয়োজন।
মিথ্যা মায়ার জালে
ভুলে আছি মোরা
যেতে হবে আপন ঠিকানায়
সকল মায়া ত্যাগ করে।
সেখানে খোজ রাখার
 নেইতো কোন মাধ্যম
তুবু কেন এত মিছে মায়া।