যশোরে পুলিশ সুপারের মহতি উদ্যোগ অসহায় ও ভাসমানঃ মানুষের মাঝে খাদ্য বিতরন
মোঃ কামাল হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোরে বসবাসকারি অসহায়, ভাসমান ও হতদরিদ্র সদস্যদের মাঝে খাদ্য সহায়তা তূলে দেন জেলা পুলিশ যশোর। আজ বুধবার পুলিশ অফিস নতুন ভবনের সামনে জেলা পুলিশের পক্ষ থেকে ওই সকল সদস্যদের মাঝে খাদ্য তুলে দেন পুলিশ সুপার মো. আশরাফ হোসেন।
খাদ্য সহায়তা কর্মসূচিতে উপস্থিত থেকে পুলিশ সুপার বলেন, নোভেল করোনা ভাইরাসের এই কঠিন পরিস্হিতিতে সমাজের সকল শ্রেণীর মানুষসহ সকল খেটে খাওয়া গরীব অসহায়দের পাশে থেকে আমরা জেলা পুলিশ যশোর বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। সামনের দিনগুলোতে এ ধরনের কার্যক্রম চলবে৷
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন শিকদার অতিরিক্ত সুপার (অপরাধ) মোহাম্মদ অপু সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।