নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসন থেকে সংসদ সদস্য পদে ৬ নৌকার মাঝিসহ ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাছাই করে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যশোরের ৬টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থীসহ ৪৬ জন মনোনয়ন জমা দেন। প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের দিন ছিল রবিবার। কালেক্টরেট সভা কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে বাছাই অনুষ্ঠিত হয়। বাছাই করে জেলা রিটার্নিং কর্মকর্তা ২৮ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সাথে ১ শতাংশ তালিকায় সমস্যা, সিআইবি ঋণ খেলাপী টিন নম্বর নেই, রিটার্ন দাখিল না করাসহ নানা কারনে ১৮ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
৬ আসনের বৈধ সংসদ সদস্য প্রার্থী হলেন- যশোর- ১ শার্শা আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি। এ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন, জাকের পার্টির প্রার্থী সবুর খানের মনোনয়ন বৈধ।
যশোর- ২ র্ঝিকরগাছা-চৌগাছা আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী তৌহিদুজ্জামান। এ আসনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলা, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আব্দুল আওয়াল, জাকের পার্টির প্রার্থী সাফারুজ্জামান, ও জাতীয় পার্টির ফিরোজ শাহর মনোনয়ন বৈধ।
সদর- ৩ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী কাজী নাবিল আহমেদ এমপি, বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মারুফ হাসান কাজল, জাতীয় পার্টির প্রার্থী মাহবুব আলম, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী অ্যাডভোকেট সুমন কুমার রায় মনোনয়ন বৈধ।
যশোর- ৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী এমপি রনজিৎ কুমার রায়, জাকের পার্টি প্রার্থী লিটন মোল্ল্যা, জাতীয় পার্টির প্রার্থী জহরুল হক, তৃণমূল বিএনপির প্রার্থী লে.কর্ণেল শাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকুতি কুমার মন্ডল, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলী মনোনয়ন বৈধ।
যশোর- ৫ মনিরামপুর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, তৃণমূল বিএনপির প্রার্থী আবু নসর মোহাম্মদ মোস্তফা, জাতীয় পার্টির প্রার্থী এম এ হালিম।
যশোর- ৬ কেশবপুর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহীন চাকলাদার এমপিএ স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন, জাতীয় পার্টির প্রার্থী জিএম হাসান ও জাকের পার্টির প্রার্থী সাইদুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এদিকে যশোর- ১ শার্শা আসনে প্রার্থীর ১ শতাংশ তালিকায় সমস্যার কারণে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের ও নাজমুল হাসানের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। একই আসন থেকে সিআইবি ঋণ খেলাপির জামিনদার থাকায় জাতীয় পার্টির প্রার্থী আক্তারুজ্জামানের মনোনয়ন বাতিল হয়েছে।
যশোর- ২ ঝিকরগাছা আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমানের ১ শতাংশ তালিকায় সমস্যা থাকায় ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফন্ট বিএনএফএর প্রার্থী শামছুল হকের টিন নম্বর নেই ও রির্টাণ দাখিল না করাই মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
যশোর- ৩ সদর আসনে ১ শতাংশ তালিকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের মনোনয়ন বাতিল হয়েছে।
এ আসনে জাকের পার্টির প্রার্থী মহিদুলের হলফনামা ও আয়করেরর তথ্যে গরমিল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী শেখ নুরুজ্জামান বিদ্যুৎ বিল খেলাপী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী তৌহিদুজ্জামানের হলফনামা ও আয়করেরর তথ্যে গরমিল, তৃণমূল বিএনপির প্রার্থী কামরুজ্জামানের হলফনামা ও আয়করেরর তথ্যে গরমিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার।
যশোর- ৪ বাঘারপাড়া আসনে স্বতন্ত্র সন্তোষ কুমার অধিকারীর ১ শতাংশ তালিকায় সমস্যা থাকায় মনোনয়ন বাতিল হয়েছে।
যশোর- ৫ মনিরামপুর আসনে স্বতন্ত্র আমজাদ হোসেন লাবলুর, হুমায়ুন সুলতান, কামরুল হাসান বারীর ১ শতাংশ তালিকায় সমস্যা থাকায়, জাকের পার্টির প্রার্থী হাবিবুর রহমানের সমর্থনকারী অন্য আসনের ভোটার হওয়ায় মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার।
যশোর- ৬ কেশবপুর আসনের স্বতন্ত্র হোসাইন মোহাম্মদ ইসলামের ১ শতাংশ তালিকায় সমস্যা থাকায় ও আজিজুল ইসলাম আয়করের ফরম- ১০ বি জমা না দেয়ায় মনোনয়ন বাতিল হয়েছে।
৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর আপিল দায়ের ও নিষ্পত্তি জন্য ঢাকায় নির্বাচন কমিশন বরাবর মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীদের আবেদন করতে কবে। সেখান থেকে মনোনয়ন ফিরিয়ে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ১৭ই ডিসেম্বর প্রার্থী প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।