নিজস্ব প্রতিবেদক
রাজধানীর টিকাটুলিতে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার বলেন, রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্টাফ বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।