রাণীশংকৈলে নারীদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৯ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের মহিলা বিষয়ক অধিদপ্তরের আওয়াতাধীন পৌরসভার অগ্রণী নারী উন্নয়ন সংগঠন ও নেকমরদ পারকুন্ডা মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে নারী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ। এছাড়াও স্থানীয় সামাজিক, রাজনৈতিক ব্যক্তি, মহিলা বিষয়ক অফিসের সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ ও নারী উন্নয়ন সংগঠনের সভাপতি- সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।